২৮ ঘন্টা অতিক্রান্ত তারপরেও চলছে তল্লাশি। শুক্রবার দুপুর থেকে বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ম্যারাথন জেরা করে তদন্তকারী সংস্থা সিবিআ। এরমধ্যে অদ্ভূতকান্ড করে বসেন বিধায়ক। অসুস্থতার কথা বলে শৌচালয়ে যাওয়ার নাম করে আচমকাই বাড়ির পিছনে গিয়ে নিজের দুটি মোবাইল পুকুরে ছুড়ে ফেলে দেন। এই ঘটনায় রীতিমতো হচকচিয়ে যান তচন্তকারী আধিকারিকরা।
এরপর রাতভোর পুকুরের জল ছেঁচে ফেলে মোবাইল দুটির খোঁজ শুরু হয়। শনিবার সকালেও পুকুরের জল ছেঁচে ফেলার জন্য আনা হয়েছে তিনটি পাম্প। এমনকি বাড়ির পিছনের শৌচাগার ও বাগানেও তল্লাশি শুরু করেছে তদন্তকারী দল।
এখনও মোবাইল দুটির খোঁজে তল্লাশি চলছে। জল ছেঁচে ফেলার পর পুকুরে লোক নামিয়ে তল্লাশি শুরু হয়। শুক্রবার সিবিআই-এর ছয় সদস্যের দল জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয়। শনিবার আরও পাঁচ তদন্তকারী আধিকরিক এসে পৌঁছান। মোট এগারোজন সদস্যের তদন্তকারী দল লাগাতার দফায় দফায় জেরা করছেন বিধায়ককে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন